December 20, 2019

একলা বুধ

জ্যোতিষ শাস্ত্রে বুধ বালক গ্রহ এটা আমরা সকলেই জানি বা মানি। বুধ কখনোই একা কাজ করতে পারেনা, আর একাও থাকতে পারেনা।

এইসকল জাতক ভীষণ বুদ্ধিমানের অধিকারী হয়ে থাকেন, যাকে বলে extra ordinary brain power.

বুধ এমন একটা গ্রহ যে একসাথে retro এন্ড combust হতে পারে। আর কোনো গ্রহ এমনটা হয়না। এই retro এন্ড combust যাদের কুন্ডলীতে বুধ আছে তাদের জীবনী কেমন হয়, অন্য একদিন আলোচনা করবো আপনাদের সাথে।

ইতিহাসের পাতা খুলে আমি আপনাদের অনেক জাতকের জন্ম কুন্ডলীতে বুধ একা বসে আছে তার উদাহরণ দিতে পারি, কিন্তু সময় আর সুযোগের অভাবে আপনাদের সামনে একটাই কুন্ডলী তুলে ধরলাম, শ্রী কৃষ্ণের জন্ম কুন্ডলী। আমার মনে হয় এই একটা কুন্ডলী হয়ে উঠতে পারে ১০০ কুন্ডলীর সমান। যার বৃষ লগ্নের পঞ্চম স্থানে উচ্চস্ত বুধ একা অবস্থান।

ভারতীয় সনাতন ধর্মে শ্রী কৃষ্ণের যা চরিত্রের বিবৃতি দেয়া হয়েছে তাতে করে এটাই বোঝায়, এই পৃথিবীর সব থেকে বুদ্ধিমান পুরুষ একমাত্র উনি ছিলেন। উনি একমাত্র সৃষ্টি করেছিলেন মহাভারত।

আমাদের আসে পাশে অনেক এমন মানুষের জন্ম কুন্ডলী পাবেন যাদের বুধ একা অবস্থান করছে। আপনারা জানেন হয়তো, শ্রী কৃষ্ণ তার দাদা বলরাম ছাড়া একা কোথাও থাকতেন না। সকল সময় বলরাম শ্রী কৃষ্ণের গাইড হয়ে থাকতেন। ঠিক তেমন ভাবে, বর্তমান জীবনে কারোর জন্ম কুন্ডলীতে বুধ একা থাকলে, তার সাথে যদি কোনো রকম গাইড করার লোক না থাকে তাহলে এই একলা বুধের মানুষ গুলো জীবনে হামেশাই ভুল কাজের জন্য বিপদে পড়তে হবে।

সম্রাট বসু
7890023700

Leave a Reply

Show Buttons
Hide Buttons