December 12, 2019

জীব যোগ

চন্দ্র এবং বৃহস্পতি সহাবস্থান এবং সম সপ্তমে অবস্থান জ্যোতিষ জগতে জীব যোগ বলা হয়।

আপনার কুন্ডলীতে বৃহস্পতি আর চন্দ্রের মিলনের ফলে সৃষ্টি হয় জীব যোগ। তার মানে আপনার মনের সাথে(বৃহস্পতি) গুরুর মিলন, পরাশর মুনি সেটাই তো লিখে গেছেন।
খুব ভালো কথা, আপনারাও মানেন, আমিও মানি।

এবার আসুন আমি জন্ম কুন্ডলী থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে চন্দ্র আর বৃহস্পতি যোগের কথা বলি।

প্রথমেই জানতে হবে আমাদের বৃহস্পতি সম্পর্কে।

পরাশর মুনি বৃহস্পতিকে গুরু রূপে প্রতিষ্ঠান করেছেন।
আর চন্দ্রকে আমাদের মনের সাথে তুলনা করেছেন।
বর্তমান জীবনে আমি বা আপনাদের সকলের জবনে গুরু আছেন, এবং তাকে আপনারা ভালোবাসেন, পুজো করেন, গুরুর সাথে থাকা বা গুরুর পাশে থাকাই আপনার জীবনে জীব যোগের সৃষ্টি।

বৃহস্পতি গ্রহের কৃপায় আমরা সবাই জীবিত । বৃহস্পতির গুরুত্ত্বআকর্ষণ শক্তি এত অধিক যে নিত্য দিন মহাকাশে উল্কা পাত হয় ,বৃহস্পতি তার গুরুত্ব আকর্ষণ শক্তিতে সেই উল্কাদের নিজের বুকে টেনে নেয়, ঠিক তেমন ভাবেই আমাদের গুরু আমাদের জীবনের যতসব অশুভ উল্কা পাত থেকে আমাদের রক্ষা করে থাকে। আমাদের গুরুর কৃপায় আমরা সকলেই নতুন করে জীবন খুঁজে পাই।

নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক মহত্মপূর্ণ । এই গ্রহ জাতকের জীবনে শুভতা ও সুখ প্রদানকারী ,বৃহস্পতি কে দেব গুরু বলে । সমস্ত দেবতার পূজনীয় । বৃহস্পতি যদি জন্ম পত্রিকা তে ভাল থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে । বৃহস্পতি ধন ,জ্ঞান , সন্মান , সন্তান ইত্যাদির কারক মনে করা হয় । বৃহস্পতির মূল্যায়ন না করে কোন ফলাদেশ করা সম্ভব নয় । বৃহস্পতি সৌর মণ্ডলে সর্ব বৃহৎ গ্রহ । আমাদের জীবনে সৎ গুরু থাকলে আমাদের মান, সন্মান, জ্ঞান, ধন, সব কিছুই বৃদ্ধি ঘটায়। একবার গুরুর চরণে ঠাঁই পেলে আপনার ও আমার জীবনের সমস্ত বিপত্তি দূর হয়ে যায়। গুরু সকল স্থানে পূজনীয়।

বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বৃষ্টি হয় । বৃহস্পতি লগ্নে বা রাশি প্রভাবিত জাতক তারা তাদের জীবনে লক্ষ্য স্থির করে গভীর আত্মবিশ্বাস নিয়ে জাতক কঠোর পরিশ্রম করে । নিঃস্বার্থ ভাবে এরা সমাজ সেবা করে ।আমাদের গুরুর দৃষ্টিতে আমাদের জীবন অমৃতের মতন হয়ে ওঠে। গুরু যদি একবার আপনার ওপর কৃপা দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে আপনার জীবনে অমৃত বৃষ্টি শুরু হয়ে যায়।

আমাদের সকলের জীবনে একজন সৎ গুরুর ভীষণ প্রয়োজন। যেখানেই আপনি সৎ গুরুর স্পর্শে আসবেন তখনই আপনার জীবনে জীব যোগের সৃষ্টি হবে।
আপনার মন, প্রাণ, জ্ঞান বৃদ্ধি ঘটবে, অনেক কঠিন রাস্তাও হয়ে উঠবে সহজ সরল।

জন্ম কুন্ডলীতে যত জনের জীব যোগ আছে, আপনারা মিলিয়ে দেখবেন, সকলের অতি অল্পতেই ঠান্ডা গেলে যাবার সমস্যা থেকেই যায়।

ঠিক তেমন ভাবেই গুরুর স্পর্শ পেলে সাধারণ মানুষ একেবারেই ঠান্ডা হয়ে যায়।

সম্রাট বোস

Leave a Reply

Show Buttons
Hide Buttons