November 28, 2019

দুর্ঘটনা বা ফাঁড়া

বৃহস্পতি যদি জাতীয় চক্করে দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে অথবা 6,8,12 ভাবে অবস্থান করলে অথবা ভাব পতির সাথে সংযোগী হলে তাহলে দুর্ঘটনার কিছু ফলাফল দেখা যায়।

বৃহস্পতি যদি ষষ্ঠ পতি বা ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হয় তাহলে জাতকের আর্থিক ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনা শিকার হতে পারে।

বৃহস্পতি যদি অষ্টম ভাবের সাথে যুক্ত হয় তাহলে বারবার দুর্ঘটনার মুখোমুখি হতে হবে এবং অদ্ভুতভাবে বেঁচেও যায়। মাঝেমধ্যে অঙ্গহানির সম্ভাবনা থাকে।

দ্বাদশ ভাব ও দ্বাদশ পতি যদি বৃহস্পতির সাথে যুক্ত হয় তাহলে আর্থিক ক্ষয়ক্ষতির সাথে হাসপাতালে বারবার ভর্তি হবার সম্ভাবনা থাকে।

উদাহরণ

অমিতাভ বচ্চন

জাতীয় চক্রে বৃহস্পতি অমিতাভ বচ্চনের উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে।

অমিতাভ বচ্চন বর্তমানে সিনেমা জগতে এক অমর ব্যক্তিত্ব। সারা পৃথিবীর মানুষ তাকে এক নামে জানে।

**কুলি সিনেমার শুটিং করার সময় অমিতাভ বচ্চনের পেটে টেবিলের কানা লেগে 6 মাস হসপিটালে ভর্তি থাকতে হয় এবং মৃত্যুর সাথে তাকে লড়াই করতে হয়।

** অমিতাভ বচ্চন সিনেমা ছেড়ে দেয়ার পর ব্যক্তিগত ব্যবসা ক্ষতি হওয়ার কারণে তাহাকে সর্বহারা মুখোমুখি হতে হয়েছিল।

সম্রাট বোস
7890023700

Leave a Reply

Show Buttons
Hide Buttons