একটা স্কুলে ক্লাস রুমে 40-50 টা বাচ্চা পড়াশোনা করে তাদের বয়স অনেক ছোট, স্কুলের মাস্টারমশাই এসে তাদের কাছে কিছু লজেন্স যা খেতে ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো সকলকে আলাদা আলাদা করে সেই লজেন্স দেয়।
তাদের সকলকে বলা হয় আগামী 30 মিনিট তোমরা এই লজেন্সগুলো খাবে না, 30 মিনিট পরে তোমরা খেতে পারে। এবার মাস্টারমশাই ক্লাস রুম থেকে বেরিয়ে চলে যায় 30 মিনিট পরে এসে দেখে একটা অন্য চিত্র।
ওই ছোট ছোট বাচ্চাগুলোর সামনে এত সুন্দর সুন্দর লজেন্স রাখার ছিল যার জন্য ওই বাচ্চাগুলো কোনমতেই নিজেদেরকে ধরে রাখতে পারছিল না ধৈর্য রাখতে পারছিল না তার ফলে ক্লাসের অধিকাংশ ছেলেরাই খেয়ে ফেলেছিল কিন্তু সাত থেকে আটজন এমন শিশু ছিল যারা সেই লজেন্স খাইনি, মাস্টারমশাইয়ের জন্য অপেক্ষা করছিল।
মাস্টারমশাই কোন শিশুকে কিছু বলেনি শুধু একজনের নাম লিখে রেখেছিল এবং বাকি ছেলেদের নাম লিখে রেখেছিল যারা খেয়ে ছিল তাদের আলাদা করে আর যারা খায় নি তাদের আলাদা করে।
আগামী কুড়ি বছর পরে এই প্রতিটা শিশু অনেক বড় হয়েছিল তাদের জীবনের অনেক দায়িত্ববোধ তাদের কাঁধে এসেছিল, রিসার্চ করে দেখা গেছিল, যে সকল শিশু গুলো সেদিন লজেন্সগুলো খেয়েছিল সেই সকল শিশু জীবনে প্রতিষ্ঠা পেতে তখনও লড়াই করে যাচ্ছিল। আর ওই কম সংখ্যক শিশু যারা অপেক্ষা করেছিল ধৈর্য ধরেছিল সেই শিশুগুলো সমাজে প্রতিষ্ঠা লাভ করে ফেলেছিল।
জ্যোতিষ ভাষায় যদি আমরা বিচার করে থাকি তাহলে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ এই চন্দ্র যখন রাহু মঙ্গল দ্বারা পিরিত হয় তখন জাতক-জাতিকা তাদের মানসিকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ধৈর্যের ভীষণ অভাব থাকে।
শনি এবং বৃহস্পতি দ্বারা অনুগৃহীত চন্দ্র, ধৈর্য এবং মেডিটেশন করতে সাহায্য করে।
শুধুমাত্র জ্যোতিষ ভাষায় বিচার করলে হবে না প্রতিটা মানুষের প্রয়োজন আছে ধৈর্য ধরে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া।
কারণ আজকের আপনি যে কাজের জন্য এতটা উতলা হয়ে উঠবেন মনে হবে আমি এত চেষ্টা করছি কেন পারছি না হয়তো সেই চেষ্টা আপনার জন্য সম্পূর্ণ হচ্ছে না। অথবা আরও সময় লাগবে সেই জিনিসটা পাওয়ার জন্য।
বর্তমানে সম্পর্কের বাঁধন গুলো এই ভাবেই আলগা হয়ে যাচ্ছে আমাদের ধৈর্যের অভাব এর জন্য।আমরা যে জিনিসটা আজকের পাব বলে আশা করি সেটা যখনই পারছি না তখন মনে হচ্ছে আপন মানুষটি ভালো না এগুলো সম্পূর্ণ হচ্ছে ধৈর্যের অভাবে।
ধৈর্য্য রাখুন যতটা আশা করছেন তার থেকে অনেক বেশি কিছু পেতে পারেন।
সম্রাট বোস
7890023700