December 7, 2019

প্রতিষ্ঠিত 2

প্রতিষ্ঠা নিয়ে এর আগে আমি নরেন্দ্র মোদির কুষ্টি নিয়ে আলোচনা করেছিলাম।

পাঠক গণ কে আরও একবার জানিয়ে রাখার প্রয়োজন আছে জাত় চক্রে 1,3,11 ভাব এবং ভাব পতির একত্রিত এবং যোগ সাধনার ফলে জাতীক প্রতিষ্ঠা লাভ করে।

আমাদের সমাজে বহু মানুষকে দেখা গেছে যারা দিনের পর দিন বহু কষ্টের পর একটুও প্রতিষ্ঠা লাভ করতে পারেনি, কিন্তু তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবার মতন বিদ্যা বুদ্ধি সবকিছুই ছিল তার পরেও সেই মানুষ প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের পরিচিত এর মধ্যে অনেক মানুষকে এরকম খুঁজে পাওয়া যায় যাদের জ্ঞানের অসীম ভান্ডার এবং তাদের বিদ্যা বুদ্ধি কোনো অভাব নেই কিন্তু এরপরেও সেই মানুষটি সাধারণ মানুষের মধ্যে হারিয়ে যায় জীবনের প্রতিষ্ঠা সদর দরজা কোনদিনও খুঁজে পায়না। জীবনটা কষ্টের মধ্যে কাটিয়ে দেয়।

আজকে আমি আলোচনা করব চার্লি চ্যাপলিনের কুষ্টি নিয়ে। একটি সাধারণ এবং গরিব পরিবারে জন্মগ্রহণ করার পরেও চার্লি চ্যাপলিন 1889 সালে জন্মগ্রহণ করে থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আজকের দিনে অমর।

চার্লি চ্যাপলিন

জন্ম 16 ই এপ্রিল 1889

সময় রাত 8pm

লন্ডন

তুলা লগ্না এবং তুলা রাশি।

লগ্নপতি শুক্র।

তৃতীয় পতি বৃহস্পতি।

একাদশ প্রতি রবি।

লগ্ন প্রতিটা অবস্থান সপ্তম ভাবে মেষ রাশি।

তৃতীয় প্রতি বৃহস্পতি অবস্থান তৃতীয় ধনু রাশি।

একাদশ পতি রবির অবস্থান মেষ রাশিতে সপ্তম ভাবে।

তৃতীয় ভাবে অবস্থিত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বারা শুক্র এবং রবির সাথে যুক্ত হয়েছে।

যাতে চক্রে তৃতীয় পতি বৃহস্পতি লগ্নপতি এবং একাদশ পতির সাথে সংযোগ স্থাপন করেছে।

চার্লি চ্যাপলিনের প্রথম জীবনটা অকল্পনীয় দুঃখ কষ্টের মধ্যে কেটেছিল। তা 3 বছর বয়স থেকেই তার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়, তার মায়ের কাছে চার্লি চ্যাপলিন থাকতেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তার মায়ের মানসিক রোগী দেখা যায় এবং তাকে মানসিক হসপিটালে থাকতে হয়। ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্যে থেকে চার্লি চাপ্লিন কে বড় হতে হয়।

সম্রাট বোস

7890023700

Leave a Reply

Show Buttons
Hide Buttons