আমরা লক্ষ্য করে দেখেছি কোন মানুষের জ্ঞান বা দক্ষতা বেশি থাকা সত্ত্বেও লোকটির জ্ঞান বা দক্ষতা অনুযায়ী প্রতিষ্ঠা লাভ পাইনি। আমার কোন কোন মানুষ যোগ্যতা থেকেও বেশি প্রতিষ্ঠা লাভ করেছে। ফলে দেখা যায় প্রতিষ্ঠিত কখনো কিছুটা যোগ্যতা নিরপেক্ষ কখনো-বা যোগ্যতা সাপেক্ষ।
ব্যক্তিত্ব বিচারের ক্ষেত্রে লগ্নভাবে সঙ্গে আরও দুটি ভাবের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায় তৃতীয় ভাব এবং একাদশ ভাব।
যদি দেখা যায় কোন জাতকের লগ্ন ভাব লগ্নপতি তৃতীয় ভাব তৃতীয় প্রতি একাদশ ভাব এবং একাদশ প্রতি সংযুক্ত হয়েছে তখন বলা যায় জাতকের ব্যক্তিত্ব গড়ে উঠেছে বা গড়ে উঠবে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত দরজায় দাঁড় করাবে।
উদাহরণ
নরেন্দ্র মোদি
জাতীয় চক্রে বৃশ্চিক লগ্ন, লগ্নপতি মঙ্গল।
তৃতীয় ভাব মকর, অধিপতি শনি।
একাদশ ভাব কন্যা, অধিপতি বুধ।
দশম ভাবে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র শনির অবস্থান।
একাদশ ভাবে বকরি বুধ উত্তর ফাল্গুনী নক্ষত্র অবস্থিত।
দুটি গ্রহ একই নক্ষত্রের অবস্থান করে সম্মিলিত হয়েছে।
কুম্ভ রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করেছে যার সাথে সপ্তমে শনি সংযোগ স্থাপন হয়েছে।লগ্নভাবে অবস্থিত মঙ্গলের দৃষ্টি তারা বৃহস্পতির যোগ সাধন হয়েছে।
বৃহস্পতি এখানে ঘটক রূপে শনি মঙ্গল এবং বুধের যোগসাধন ঘটিয়েছে।
শ্রী নরেন্দ্র মোদী আজ আমাদের প্রধানমন্ত্রী, একজন চা ওয়ালা থেকে কিভাবে প্রধানমন্ত্রী হতে হয় সেটা চোখের সামনে দেখা যায় প্রতিষ্ঠিত থাকলে মানুষ ঠিক উন্নতির পথ খুঁজে নেয়।
সম্রাট বোস
789002370