ভারতবর্ষে আজকের দিনে প্রেমের বিবাহ নতুনত্ব কিছু নেই, কিন্তু আজকের থেকে 50-60 বছর আগে প্রেমের বিবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে সকলের ভয় লাগতো। ভারতবর্ষের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এসব জায়গায় প্রেমের বিবাহ 100 বছর আগে থেকেই প্রচলিত ছিল কিন্তু বর্তমানে ভারতবর্ষে প্রেমের বিবাহ প্রচলিত হয়েছে কিন্তু আমি যে মানুষটি নিয়ে আজকের কুষ্টি বিচার করব তার প্রেমে বিবাহ হয়েছিল আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে।
জ্যোতিষ বিচারে প্রেমের বিবাহ হতে গেলে দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি কার্যকরীতা প্রধান কারণ দ্বিতীয়বার থেকে আমরা প্রণয় ভালোবাসা এই সকল বিচার করে থাকে এই ভালবাশার পরিনতি বিবাহ হতে গেলে তাহলে সপ্তম ভাবে প্রয়োজন আছে। পঞ্চম ভাব এবং সম্ভব ভাবে সংমিশ্রণ হলে জাতীয় কতবা জাতিকা প্রনয় সূত্রে আবদ্ধ হবেই।
এবার যদি আমাদের বিচার করতে হয় আমরা কবে এবং কখন জাতক বা জাতিকা প্রণয় সূত্রে আবদ্ধ হবে তাহলে বলা যেতে পারে পঞ্চম ভাব এবং ভাবের অধিপতি অথবা সপ্তম ভাব এবং ভাবের অধিপতির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় এই ঘটনা ঘটবে।
সোনিয়া গান্ধী সাথে রাজীব গান্ধী যখন দেখা হয় কেমব্রিজের ট্রিনিটি কলেজে 1965 সালে এক রেস্টুরেন্টে। পঞ্চম ভাবকে আমরা ভালোবাসা এবং প্রণয় সূত্রের কারক বলে বিচার করে থাকি। সোনিয়া গান্ধীর কর্কট লগ্ন অশ্লেষা নক্ষত্র এবং লগ্নে শনির অবস্থান পুষ্যা নক্ষত্র। কর্কট লগ্নের পঞ্চম পতি মঙ্গল অবস্থান করে সপ্তম পতি শনি কে অষ্টম দৃষ্টি দ্বারা যুক্ত হয়েছে, সপ্তম পতি শনি লগ্নে অবস্থিত।
প্রেমের সম্পর্কে বিবাহের জন্য দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবে প্রয়োজনীয়তা আছে। একাদশ ভাব এবং সপ্তম ভাব যদি রাহু দ্বারা প্রভাবিত হয় তাহলে নিজের জাতির বাইরে ও বিবাহ হবার লক্ষ্য করা যায়।
সোনিয়া গান্ধীর একাদশ ভাবে রোহিনী নক্ষত্র বৃষ রাশিতে রাহুর অবস্থান। এখানে দেখা যাচ্ছে রাজীব গান্ধী কিন্তু উনার জাতির মধ্যে পড়ে না।
28/02/1968 সালে বৃহস্পতির দশা যে বৃহস্পতি বিবাহ কারক গ্রহ কেতুর অন্তর্দশা জন্মকালীন কেতুর অবস্থান পঞ্চম ভাবে এবং সপ্তম পতি শনির প্রত্যন্ত দশায় এবং একাদশ পতি শুক্র সূক্ষ্ম দশায় তার বিবাহ হয়েছিল এই শুক্র বিবাহ কালীন সময় সপ্তম ভাবে অবস্থান করেছিল।
সম্রাট বোস
7890023700