প্রেমের সম্পর্কে আলোচনা করতে হল এই পঞ্চম ভাব এবং সপ্তম ভাব সম্পর্কে আলোচনা করতেই হবে।পঞ্চম ভাব থেকে আমরা প্রণয় ভালোবাসা প্রেম প্রীতি এই সমস্ত বিচার করে থাকে। পঞ্চম ভাব এবং সপ্তম ভাব যদি মিলিত হয় তাহলে জাতক জীবনে একবার না হয় একবার প্রেম করবে।
অমিতাভ বচ্চনের জীবনে অভিনেত্রী জয়া ভাদুড়ি সাথে প্রেমের বিবাহের পরিণতি ঘটলেও অভিনেত্রী রেখার সাথে তার প্রেমের গল্পের এখনো পর্যন্ত সকলের মুখে মুখে ঘুরে বেড়ায়।
পঞ্চম পতি বুধ এবং সপ্তম পতি রবি অবস্থান অষ্টম স্থানে, শুক্র এবং মঙ্গলের সাথে সহাবস্থান। অমিতাভ বচ্চনের জীবনে পঞ্চম এবং অষ্টম ভাবে মিলিত অবস্থায় ভালোবাসার সম্পর্কের সৃষ্টি হয়েছিল।
কুম্ভ লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র এবং লগ্নে কেতুর অবস্থান। লগ্নপতি শনির অবস্থান বৃষ রাশিতে রোহিনী নক্ষত্র। অমিতাভ বচ্চনের বিবাহ হয়েছিল শনির দশা শনির অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্ত দশায় 3 জুন 1973 সালে যেই সময় চন্দ্র কেতু বুধ এবং প্রত্যন্ত দশা পতি শুক্রের অবস্থান ছিল পঞ্চম ভাবে যেই পঞ্চম ভাব কে আমরা প্রণয় এবং ভালোবাসা ভাব বলে বিচার করে থাকি।
জন্মকালীন শনির অবস্থান ছিল বৃষ রাশিতে এবং বিবাহের সময় যে বিবাহকে ভারতীয় সমাজে সবথেকে বড় ঘটনা বলে বিচার করা হয় মানুষের জীবনে সেই সময় লগ্ন পতি শনি অবস্থান ছিল জন্মকালীন মতন বৃষ রাশি তে।
সম্রাট বোস
7890023700