ভালোবাসার আকর্ষণ।
যদি আপনার রাশিচক্রে শুক্র, মঙ্গলের যোগ থাকে তাহলে আপনার মধ্যে একটা অসীম ক্ষমতা সৃষ্টি হয়ে থাকে ভালোবাসার, এই ভালোবাসার আকর্ষণের দ্বারা সকলকে আকৃষ্ট করে থাকবেন।
তবে সেটা যদি অগ্নি রাশিতে অবস্থান করে তাহলে মাঝে মাঝে আপনাকে সমস্যাতে পড়তেই হবে, আর এই সকল মানুষ গুলো লড়াকু এনসিকতার হয়ে থাকেন।
লড়াকু মানসিকতার ব্যাপারে অন্য একদিন শুক্র মঙ্গলের যোগ নিয়ে আবার আলোচনা করবো, আজকের আলোচনাটা সুদুই ভালোবাসার দৃষ্টি ভঙ্গী নিয়ে।
শুক্র আর মঙ্গলের যোগ।
অনেকদিন পুরানো আমার আঁকা একটা গান্ধীজির পেন্সিল স্কেচ আর তারসাথে ওনার জন্ম কুন্ডলী দিয়ে আমার লেখা পোস্ট করলাম।
আমি মাঝে মাঝেই শুনি এই যোগে জাতকের চরিত্র কুলষিত হয়, সত্যিই কি তাই হয়?
আপনাদের প্রথমেই জানিয়ে রাখি প্রতি বছরই এই শুক্র আর মঙ্গলের যোগ হবে এমন কথা নয়, আবার বছরের মধ্যে অনেকবার করেও এই যোগ স্থাপন হতে পারে, এই যোগ ১৫দিন বা ৩০দিনের আসে পাশেই থাকে।
যেমন,
১, ২০১৪ সালে একবারও শুক্র মঙ্গল যোগ হয়নি।
২, ২০১৫ সালে ৭ বার শুক্র মঙ্গল যোগ হয়েছে।
৩, ২০১৬ সালে ১বার শুক্র মঙ্গল যোগ হয়েছিলো।
৪, ২০১৭ সালে ৫বার শুক্র মঙ্গল যোগ হয়েছিলো।
৫, ২০১৮ সোলে একবারও এই যোগ হয়নি।
৬, ২০১৯ সালে ৩বার শুক্র মঙ্গল যোগ হতে চলেছে, সিংহ, কন্যা, তুলা রাশিতে।
৭, ২০২০ সালে একবারও শুক্র মঙ্গল যোগ হবে না।
ওপরের লেখা যোগ সম্পর্কে যে পরিসংখ্যা পাওয়া গেলো তার মানে দাঁড়াচ্ছে ২০১৪/২০১৮ সালে যাদের জন্ম হয়েছে তারা সকলেই ভীষণ চরিত্রবান আর ২০২০ সালে যারা জন্মাবে তারাও ভীষণ চরিত্রবান হতে চলেছে, বাকি যাদের এই যোগে জন্ম তাদের সর্বহারা চরিত্র।
যাদের জন্ম কুন্ডলীতে এই যোগ থাকবে তারাই চরিত্রহীন হয়ে যাবে?
মেয়ে দেখলেই নিজেকে সোমলাতে পারবে না, এইসব অনেক রকম গল্প কথা, আসুন তাহলে আমরা দেখে নিই কাদের কাদের এইসব যোগ ছিল এবং তারা কেমন ভাবে নিজের চরিত্র নষ্ট করেছিল।
শ্রী কৃষ্ণ
৩য়ে কর্কটে
রাহু, মঙ্গল,শুক্র
অনেকেই বলবেন হয়তো ১৬১০০ গোপিনী নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন মানুষ।কিন্তু কৃষ্ণপ্রেমে ‘কাম’-কে জাগতিক ভাবনায় ভাবাটা অপরাধ।
রাস-লীলা-র ব্যাখ্যায় কৃষ্ণের বংশীবাদনকে ‘অনঙ্গ বর্দ্ধনম’ বলা হয়েছে। কেউ যদি ভগবানের স্পর্শ পাওয়ার জন্য উন্মুখ হয় বা তাকে খাওয়াবার জন্য ব্যকুল হয় অথবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে বা দিতে চায়, তাহলে তাকে বলে ‘অনঙ্গ’। এই শব্দটির আক্ষরিক অর্থ হল ‘কাম’। কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ককে এতটা সরলীকরণ করে ভাবাটা অপরাধ। বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক-জাগতিক নয়। গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে কৃষ্ণকে প্রেম নিবেদন করে। এতে কোনও দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই।
এ যেন আধ্যাত্মিকতার আড়ালে এক অসামান্য প্রেম কাহিনি। প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধহীন ডোরই যেন এখানে উপজীব্য। ভালবাসা এখানে ‘শারীরিক’ কোনও চাহিদা নয় এক ‘মিলনের তিতিক্ষা’। আর এই মিলন পুরোটাই আধ্যাত্মিক, যাকে আমরা বলি ‘প্ল্যাটোনিক’। এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাস-লীলার অসামান্য প্রেমকাহিনি।
গান্ধী জী
২য়ে।
মঙ্গল, শুক্র আর বুধের অবস্থান।
অ্যাডামস তাঁর গ্রন্থে লিখেছেন, মহাত্মা গান্ধী ১৩ বছর বয়সে বিয়ে করেন এবং তাঁর চারটি সন্তান হয়৷ কিন্তু এরপর একসময় তিনি যৌন চাহিদাহীন জীবনযাপনের সিদ্ধান্ত নেন এবং তাঁর আশ্রমে থাকা অনুসারীদেরও তিনি যৌনজীবন থেকে দূরে থাকার পরামর্শ দিতেন।
এমনকি বিবাহিত স্বামী-স্ত্রীদেরও তিনি যৌনমিলন থেকে বিরত থাকার কথা বলতেন বলে জানিয়েছেন অ্যাডামস৷ গান্ধীর প্রয়াণের ৬০ বছরেরও বেশি সময় পর অ্যাডামস মহাত্মার লেখা শত শত পাতা খুঁটিয়ে পড়েছেন৷ পড়েছেন প্রত্যক্ষদর্শীদের বহু বিবরণ৷ তারই ভিত্তিতে তাঁর এই বই৷
মহাত্মা গান্ধী পুরোপুরি যৌন সম্পর্কহীন এক জীবন চালানোর লক্ষ্য অর্জনে তাঁর নানা পরীক্ষার কথা নিজেই লিখেছেন তাঁর আত্মজীবনীতে৷ এবং অত্যন্ত অকপট ভঙ্গিতে৷ বহু চিঠিতে এবং সংলাপেও এই সব পরীক্ষার উল্লেখ আছে বলে জানিয়েছেন অ্যাডামস৷
তাহলে আমরা কি করে বলি চরিত্র নষ্ট হয়ে যায় মঙ্গল আর শুক্রের যোগে?
আব্দুল কালামের এই যোগ ছিল।
ভগবান বুদ্ধের এই যোগ ছিল।
অমিতাভ বচ্চনের এই যোগ ছিল।
মনমোহন সিং এর এই যোগ ছিল।
শুক্র আর মঙ্গলের যোগ মানুষের মধ্যে কামুক উত্তেজনা বাড়িয়ে তোলে এটা অস্বীকার করার উপায় নেই, তবে তার জন্য আপনি চরিত্রহীন হবেনই এই কথা মনে হয় প্রমাণিত হলোনা।
যে সকল মানুষ চরিত্রহীনের পক্ষ্যে আছেন তাদের মনের আনন্দের জন্য জানিয়ে রাখি
এডলফ হিটলার যার উন্মাদ প্রেম কাহিনী এবং যৌন কাহিনী আজ কারোর অজানা নেই বা ম্যাডোনার যৌন জীবন নিয়ে গুগলে অনেক কিছু খুঁজে পাবেন এদের শুক্র আর মঙ্গলের যোগ ছিল।
এরা নিজেদের বিকৃত যৌন জীবন থেকে বেরিয়ে আসতে পারেনি তার অন্য কারণ আছে জন্ম কুন্ডলীতে।
ম্যাডোনা ১২বছর বয়সে বাবার কাছে ধর্ষণ হয়েছিল বার বার।
osho রাজনিসের জন্ম কুন্ডলীতে এই যোগ আছে।
যৌন জীবনের দাসত্ব থেকে মুক্তির পথে যাবার বিশাল প্রতিমূর্তি স্থাপন করেছিলেন।
শুক্র আর মঙ্গল যৌন চাহিদা বৃদ্ধি করে শুধু, ভালোবাসার আবেগ সৃষ্টি করে, চরিত্র নষ্ট করে না।
সম্রাট বোস
7890023700