মানুষের প্রতিভা থাকলে তার কোনো ডিগ্রী লাগেনা উন্নতির চরম শিখরে পৌঁছাতে এটা আমাদের বুঝিয়েছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস।
বিজ্ঞানী
বিজ্ঞানী হতে গেলে জাতচক্রে ৪/৯ ভাব মিলিত হতে হবে এবং তার সাথে ২/১১ ভাবের মধ্যে কোনো একটাকে যুক্ত হতেই হবে, ৩য় ভাব মিলিত হলে পেপার জমা দিতে পারবে। সর্ব শেষে ৮ম ভাবকে আনতে হবে নাহলে রিসার্চ করার মতন মানসিক গভীরতা আসবে না, বিষয় টার মধ্যে গভীরতা খুঁজে পাবে না।
জাতচক্রে যদি ১,২,৩,৪,৮,৯,১১ ভাবের সংযোগ ঘটে D1, D10,D24 চার্ট তাহলে বিজ্ঞানী হবার সম্ভাবনা দেখা যায়।
সত্যেন্দ্রনাথ বোসের জাতচক্রে
● মেষ লগ্ন
● লগ্নে বৃহস্পতি ( ৯ম পতি লগ্নে)
● তুলা রাশি (৪পতি ৭মে অবস্থান ১০/১১ পতি শনির সহিত।)
● লগ্নপতি মঙ্গল ৮মে অবস্থান।
● মঙ্গল শনির নক্ষত্রে এবং শনি মঙ্গলের নক্ষত্রে।
● ২/৭ পতি শুক্র ১১ অবস্থান মঙ্গলের নক্ষত্রে।
● ৪/৯ পতি সমসপ্তমে অবস্থিত ১০/১১ পতির সহিত।
● ৩য় পতি বুধের অবস্থান ৯মে ৫ম পতি রবির সহিত ৯/১১ পতি বৃহস্পতি/শনি দৃষ্ট।
জাতচক্রে ১,২,৩,৪,৮,৯,১১ ভাবের সংযোজন ঘটেছিলো।
১৯২৫ সালের কোন একদিন আইনস্টাইন খুব আশ্চর্য হয়ে এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন, “তোমার Ph.D করার কি দরকার, আমি বুঝতে পারলাম না তো… তোমার এই কাজ থেকে কয়ঝুড়ি Ph.D হবে তোমার জানা আছে কি?” উদ্দিষ্ট ব্যক্তি এর আগে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তখনও “প্রফেসর” নন। কারণ, তিনি তো তখনও Ph.D করেননি !! অথবা ডিরাক যাঁকে তাঁর বক্তৃতায় Nobel Laureate বলে উল্লেখ করায় তিনি বলেছিলেন… “But, I am not a Nobel laureate…” খোদ ডিরাক তাঁকে অনেকবার বলেছিলেন যে তিনি (ডিরাক) নোবেল কমিটির কাছে তাঁর নাম সুপারিশ করতে চান। এই ভদ্রলোক রাজি হননি। কারণ, তাঁর মনে হয়েছিল, তিনি এমন কিইবা করেছেন !! আজকের এই তেল মাখানোর যুগে হঠাৎ এসব শুনলে কিরকম যেন লাগে… মাতৃভাষায় বিজ্ঞান চর্চার কথা তিনিই প্রথম বলেছিলেন। এহ বাহ্য, করেও দেখিয়েছিলেন। রাজাবাজার সায়েন্স কলেজের এক প্রাক্তন প্রফেসরের মুখে শোনা যে তিনি জীবনে একবারই Special Theory of Relativity-এর ক্লাস করেছিলেন। গোটা ক্লাসে একবারও কোন ইংরেজী শব্দ উচ্চারিত হয়নি। যিনি ক্লাস নিয়েছিলেন তাঁর নাম ছিল সত্যেন্দ্রনাথ বসু। পৃথিবীর অর্ধেক মৌলিক কণিকা যাঁর নামে তাঁকে আমরা বাঙালীরা প্রায় ভুলেই গেছি। কিন্তু যতদিন পদার্থবিদ্যার চর্চা এই পৃথিবীতে যতদিন থাকবে “বোসন” নামটাও থাকবে…সগৌরবে।
সম্রাট বোস
7890023700