November 28, 2019

স্বাস্থ্য বিচার

মানুষের শরীর থাকলে তার রোগ থাকবেই। এটা বলা যায় না যে নিরোগ মানুষ সারাজীবন থাকবে, মানুষকে কখনো না কখনো শরীর খারাপের ভুগতেই হবে। আমি এখানে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ম কোনরকম আলোচনা করতে চাইছে না।কিছু কিছু মানুষ থাকে যারা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি রকম অসুস্থতায় ভোগে। যে সকল মানুষ অতি সাধারণ কারণে রোগগ্রস্ত হয় তাদের নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু।

জাতক বা জাতিকা লগ্ন এবং লগ্ন ভাব লগ্নপতি লগ্নের নক্ষত্র যদি 6,8 ,12 ভাবির সঙ্গে কোনরকম যুক্ত হন তাহলে ধরে নিতে হবে জাতক বা জাতিকা দেহে রোগ প্রবণতা রয়েছে।

লগ্ন বা লগ্নপতি যদি শনি রাহু কেতুর সহিত সম্পর্ক স্থাপন করে তাহলে ধরে নিতে হবে জাতকের শরীরে রোগ প্রবণতা রয়েছে।

উদাহরণ

ম্যাডোনা
16/08/1958
07:00am
Bay city
USA

ম্যাডোনার সিংহ লগ্ন।
লগ্নপতি রবির অবস্থান দ্বাদশ ভাবে।
লগ্নের অবস্থান পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তার অধিপতি শুক্র।
শুক্রের অবস্থান দ্বাদশ ভাবে।
নবাংশ লগ্ন সিংহ।
নবাংশ লগ্ন অধিপতি রবির অবস্থান ষষ্ঠ ভাবে।

জাতিকার শরীরের বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে সারা পৃথিবীতে চিকিৎসার জন্য ঘুরে বেড়াতে হয়। তিন মাসের জন্য গুপ্তভাবে ভারত বর্ষ চিকিৎসার জন্য এসেছিলেন এবং আয়ুর্বেদিক চিকিৎসা করে গিয়েছিলেন।

সম্রাট বোস
7890023700

Leave a Reply

Show Buttons
Hide Buttons