——————সাব্বাস মোদীজি।————–
————————৩৭০ বাতিল।————
কিন্তু আজকের দিনটা বেছে নিলেন কেনো মোদীজি লোকসভায় ৩৭০ বাতিল করার জন্য?
খবর খুলে একবার দেখবেন আজকে সন্ধ্যা 19:16 মিনিটে ইলেক্ট্রনিক ভোটিংয়ের মাধ্যমে বিজেপি 351 টা ভোটের মাধ্যমে বিল পাশ করতে সক্ষম হয়েছেন।
আজকের ঐতিহাসিক সেই দিন স্বাধীনতার পর থেকে আমরা অপেখ্যা করছিলাম।
06/08/2019=26
2+6=8
সময় 19:16=17
1+7=8
71 টা স্বাধীনতা দিবস পালন করার পরে আমরা 370 বিল পাশ করতে পারলাম।
7+1=8
নিউমেরলজির গূঢ় রহস্য লুকিয়ে আছে সম্পূর্ণ ঘটনার পিছনে। পাঠকের মনে হতেই পারে আজকে ঘটনা সম্পূর্ণ কাকতলীয়। তাহলে ফেব্রুয়ারি মাসের পুলবামা ঘটনার কথা আশাকরি সকলের মনে আছে।
######পুলবামা
প্রধানমন্ত্রী ২৬ তারিখ বেছে নিলেন কেনো?
ভোররাতে ভারতের বিমানবাহিনী লাইন অফ কন্ট্রোল (এলওসি) রেখা অতিক্রম করে পাকিস্তান শাসিত কাশ্মীরে বোমাবর্ষণ করেছে এবং ৩০০ জন পাকিস্তানি মারা গেছেন।
১৪/০২/২০১৯ এর পুলবামা ঘটনার পরে বলেছিলেন কড়া জবাব দেওয়া হবে, ভারতের সব রাজনৈতিক দল এবং ১৩০ কোটি সাধারণ মানুষের একটাই প্রশ্ন ছিলো, জবাব তো দেওয়া হবে কিন্তু সেটা কবে?
গত রবিবারের রাজনাথ সিংহের রেপাব্লিক টিভিতে ইন্টারভিউ দেখে একবার মনে হয়েছিলো জল অনেকদূর গড়াবে কিন্তু কবে?
২৬ তারিখে ভোর রাতে ঘটনার সময় ঠিক হোলো কোনো?
Numerology নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে এই কনোর পিছনে অনেক কিছু খুজে পাওয়া যেতে পারে। ২৬= ২+৬=৮
কিন্তু এই ৮ কেনো?
কি আছে এই ৮ সংখ্যতে?
বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
NARENDRA MODI =62=6+2=8
DOB=17/09/1950=17=1+7=8
শুধু এই কারণেই ৮ সংখ্যায় মানে ২+৬=৮
বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী এটা অনেকেই মেনে নিতে পারবেন না আমি জানি।
ডিমনিটাইজেশনের ঘোষণার জন্য উনি বেছে নিয়েছিলেন 8 (৮)নভেম্বর রাত 8(৮)টা।
ব্যাপারটা শুনতে আপনাদের কাকতলীয় মনে হতে পারে।
তাহলে আসুন আরো কিছু ঘটনার কথা আপনাদের বলি তাহলে।
1, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 26/05/2014
26=2+6=8
2, গুজরাটের শেষ বারের মতন শপথ নিয়েছিলেন, সেদিন দিনটি ছিল 26/12/2012= 26=2+6=8
3, লোকসভা ভোটের নির্বাচনী প্রচার ( ভারত বিজয়) শুরু করেছিলেন 26/03/2014—-26=8
4, সাবলম্বন অভিযান শুরু করেছিলেন 17/09/2014–
17=8
5, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 08/04/2015
6, কৃষকদের জন্য TV CHANNEL শুরু করেছিলেন
26/05/2015—26=8
7, সার্ক উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন 26/11/2014
26=8
এগুলো সব কিছুই কাকতলীয় হতে পারেনা।
দিল্লির যে বাড়িতে প্রধানমন্ত্রী থাকেন, মানে যেখানে সকল প্রধানমন্ত্রীকেই থাকতে হয় তার নাম উনি পরিবর্তন করে 7 Race Course Road to 7 Lok Kalyan Marg এই 7 নাম্বারকে পরিবর্তন করে উনি 8 নাম্বার করে দিয়েছেন।
Chaldean calendar মতে Lok Kalyan Marg হলো 8,
এবার বুঝতে পারছেন নিশ্চই ওনার জীবনে numerology কিভাবে কাজ করছে প্রতি পদে পদে। এখনো শেষ হয়নি সব কিছু।
পাকিস্তানের বিরুধ্যে ক্ষমতার লড়াই করা ভারতের যেকোনো প্রধানমন্ত্রীর কাছে সব থেকে উল্লেখ যোগ্য ঘটনা এবং সব থেকে বড়ো ঘটনা ছাড়া অন্য কিছু হতে পারেনা, কারণ এখানে সারা পৃথিবীর রাজনীতি জড়িয়ে আছে।
যদি আমরা নরেন্দ্র মোদীর জাতচক্রে চোখ বোলাই তাহলে দেখা যাচ্ছে ওনার বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন আর অনুরাধা নক্ষত্রে চন্দ্রের অবস্থান।
বৃশ্চিক হলো রাশিচক্রের ৮ম রাশি আর অনুরাধা ১৭=১+৭=৮ নক্ষত্র। আমরা এখানেও ৮নাম্বারকে খুঁজে পাচ্ছি।
এবার আসি আমরা ২৬/০২/২০১৯ আসল ঘটনার দিনে মনে আজকের দিনে প্রধানমন্ত্রী পাকিস্তান এর ওপর হাওয়াই আক্রমণ করেছেন, এখানে আমার একটা কথা আছে, আওবাই বলছে ভোর ৩.৩০মিনিটে বোমা ফেলেছেন সেটা ঠিক কিন্তু বোমা ফেলার জন্য মিনিমাম তার ১/১.৫ ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিতে হয় তাহলে আমরা যদি এক ঘন্টা পিছিয়ে আজকের জাতচক্র বানাই তাহলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আর অনুরাধা নক্ষত্র। ৮ম রাশি ৮ম লগ্ন আর ১৭নক্ষত্র ১+৭=৮ নক্ষত্র।
নরেন্দ্র মোদীর জীবনে সকল রকম সাফল্যের কাজ ৮ সংখ্যায় খুঁজে পাওয়া যাচ্ছে, পাকিস্তানের বিরুধ্যে আজকে যেভাবে আক্রমণ হেনেছে ভারত সকল দিকথেকেই ভারতবর্ষ এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে।
অবশেষে একটা কথা বলে রাখি, মানুষের জীবনে চিরকাল জ্যোতিষ কাজ করে এসেছে এবং আগামী প্রজন্মও কাজ করবে, কিছু অসাধু মানুষের জন্য একটা মহান বিদ্যা কুলষিত হচ্ছে দিনের ওর দিন কিন্তু জ্যোতিষ যেমন পবিত্র ছিলো এগামীদিনেও ঠিক একই ভাবে পবিত্র থাকবে।
সম্রাট বোস
7890023700