August 26, 2020

Dog Lover

কুকুর প্রেমী

আদ্রা নক্ষত্র।

আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা রাস্তার কুকুর দের খেতে দেন,বাড়িতে কুকুর পোষেন এবং ভীষণ ভালোবাসেন কুকুরদের। তাদের জীবনের অনেকটাই জীব জন্তুর সাথে মিশে আছে, কেউ কেউ বিড়াল, পাখী, রঙ্গীন মাছ পোষেন। আবার আমার কাছে মাঝে মাঝেই কিছু মানুষ আসেন যারা জীব জন্তুর ব্যাবসা করেন, আর আমার কাছে তাদের প্রশ্ন থাকে যে তারা কি এই ব্যবসা করে পয়সা রোজগার করতে পারবেন?

এর উত্তর খুঁজতে পেতে গেলে আপনাকে Taittiriya Brahmana III. পড়তে হবে।

যখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল তখন প্রতিটি নক্ষত্র ভগবান ব্রম্ভা কে তাদের মনের কথা জানিয়েছিলেন, যে তারা পৃথিবীতে কিভাবে তাদের সেবা করবেন। ব্রম্ভা সেই সেই ভাবে তাদের আশীর্বাদ করেছিলেন।

আদ্রা নক্ষত্র : ব্রম্ভার থেকে চেয়েছিলেন আমি পৃথিবীর সমস্ত জীব জন্তুর ভগবান হবো, তাদের
লালন পালন করবো, সেবা করবো, ভালোবাসবো।

আমার এই গল্প কিছু মানুষের অবাস্তবিক লাগতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ধারণা, এবং আমি এখন যা বলছি সেটাও আমার ব্যক্তিগত রিসার্চ এর কথা। আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন, ৯০% আপনাদের মিলে যাবে।

দেবশ্রী রায় এর কুন্ডলীতে চন্দ্র, শুক্র দুটি গ্রহ এর অবস্থান আদ্রা নক্ষত্র এ।
ওনার জীবনের ৬০% সময়টা কাটে এইসব অবলা কুকুরদের লালন পালন করে।

আপনাদের যদি মনেহয় কোনো একজনের কুন্ডলীতে আছে বলে সবার থাকবে এমন যুক্তি হতে পারে না। তাহলে আমরা অতীত এ একবার যাই,

স্যার নিউটন

ওনার চন্দ্র আদ্রা নক্ষত্রে অবস্থান।

“The Life of Sir Isaac Newton.” এই বইটা পড়লে জানতে পারবেন, নিউটন সাহেব এর diamond নামক কুকুরের সাথে ওনার জীবনের অনেক গল্প, famous গল্পটা ছিল মোমবাতি ফেলে দিয়ে diemond এর কাহিনী।

শাহরুখ খান
বৃহস্পতির অবস্থান আদ্রা নক্ষত্রে।

আলিয়া ভাট
লগ্ন এবং মঙ্গল দুটোই আদ্রা নক্ষত্র।

Neil armstrong
যার প্রথম আর শেষ বন্ধু ছিল কুকুর,
তার বাড়িতে শোনা যায় ৮ টার বেশি কুকুর ছিল।

রাবি শাস্ত্রী
শুক্রের অবস্থান আদ্রা নক্ষত্র

লালু প্রাসাদ যাদব এর কথা আশাকরি সকলেই জানেন আপনারা,
উনি জীব জন্তুদের এতো ভালোবাসতেন যে তাদের খাবার টাও ভালোবেসে খেয়ে ফেলেছিলেন।
বাকরী মঙ্গল আর শুক্র দুটোই আদ্রা নক্ষত্র।

যে সকল মানুষের কুন্ডলীতে আদ্রা নক্ষত্র অথবা রাহুর নক্ষত্র প্রভাব থাকবে তারা কোনো না কোনো ভাবে জীব জন্তুর সাথে যুক্ত থাকবেন।

সম্রাট বোস
7890023700

Leave a Reply

Show Buttons
Hide Buttons