August 9, 2020

Nelson Meldela

রাক্ষস গন

কিছুদিন আগে আমাকে একটি মেয়ে ফেসবুক থেকে আলাপ করে বলেন _দেখুনতো আমার কুন্ডলীটা কি বলছে। আমার অমুক রাশি ও লগ্ন, দেবগন। এরপর নিজে থেকেই আমাকে তার জন্ম সময় আর দিন বলেছিলেন।

আমি কুন্ডলী দেখে জানালাম আপনার দেবগন নয়, রাক্ষসগন।
সুদু এই কথা শুনে উনি রেগে উঠলেন এবং বললেন আপনি ভুল করছেন আমার দেবগন।
কিন্তু আমি তাকে যতবার বলতে গেলাম উনি মানলেন না, আর বলে উঠলেন, না না আমি রাক্ষস গণ নয়।

তারপর নিজেই চলে গেলেন।

তখন বুঝতে পারলাম মানুষের মনের মধ্যে কতটা ভুল ধারনা আছে এই দেবগন, রাখাসগন, নরগণ নিয়ে

আজ আমি লিখতে বসলাম সেই সুন্দরী মেয়েদের নিয়ে বা সেই সকল ছেলেদের নিয়ে যারা মনে করেন রাক্ষস গনে জন্মালে তাদের অনেক ক্ষতি হবে অথবা জীবনে কিছু হবে না, কেউ কেউ ভাবেন রাক্ষসগন জন্মালে তারা রাক্ষস এর মতন হয়ে যাবেন।

তাহলে আপনারা জেনে রাখুন কোনো ক্ষতি হয়না।

অনেকের মুখে শুনেছি বিয়ের সময়, রাক্ষস গনের সাথে বিয়ে দেওয়া যাবে না। তাহলে ছেলে বা মেয়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। রাক্ষস গণ মানেই সরাসরি রাক্ষসের সাথে তুলনা করেই ফেলে।

আমার উপলব্ধি হলো রাক্ষস গনের মানুষরা ফাইটার হয়, সমাজ ও প্রতিষ্ঠান এর সাথে লড়াই করতে দ্বিধাবোধ করে না।

কিছু উদাহরণ দিলে মনে হয় ভালো হবে।

মিস উনিভার্স ১৯৯৪ (২১ মে)
বউটি কনটেস্ট এ ৭৪ জন সুন্দরী প্রতিযোগিতায় ছিলেন, তাদের মধ্যে ২৮ জন ছিলেন রাক্ষসগন।
আর একটা কথা শুনে অবাক হবেন ” সুস্মিতা সেন” ওই প্রতিযোগিতায় প্রথম হয়ে মিস উনিভার্স হয়েছিলেন উনি ছিলেন রাক্ষসগন।

এইরকম আমি আপনাদের কাছে হাজার হাজার উদাহরণ দিতে পারি যারা রাক্ষসগন হয়েও খুব সুন্দরী এবং খুব সুন্দর জীবন যাপন করছেন।

এবার আসি ছেলেদের নিয়ে।

নেলসন মেন্ডেলা

নেলসন ম্যান্ডেলা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় রাষ্ট্রনায়কদের একজন, যিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণ ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

মহাত্মা গান্ধী
জহর লাল নেহরু

এরা সবাই ছিলেন রাক্ষসগন, তারা কি রাক্ষস হয়ে গিয়েছিলেন?
মানুষ সেবা ও ভালোবাসার জন্য সমস্ত পৃথিবী তাদের নিয়ে মাতামাতি করছেন।

আমার এই লেখা পড়ার পরে অনেকেই বলতে পারেন যে গন দেখা হয় সুদু বিবাহের ক্ষেত্রে, ছেলে আর মেয়ে দের দেখে বিবাহ দেওয়া হয়। সেটাও কতটা যুক্তি যুক্ত পরে ভেবে দেখা যাবে।

সম্রাট বোস
7890023700

Leave a Reply

Show Buttons
Hide Buttons