সংখ্যাত্বত্বের 8(৮)নিয়ে কিছু আলোচনা।
★★★সাধারণ বিচার★★★
এই সংখ্যাটি শনি গ্রহের প্রতীক। পার্থিব সংখ্যা নয়। কঠিন পরিশ্রম এবং দূরদৃষ্টি এই সংখ্যার বৈশিষ্ট্য। এই সংখ্যার জাতক-জাতিকারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শান্ত স্বভাবের হয়ে যান। এঁরা নিয়ম মেনে কাজ করতে ভালবাসেন। একাকীত্ব বেশি পছন্দ করেন। আধ্যাত্মিক জগতের প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকে।
★★★★ My Analysis★★★★
● 8(৮) মনে শনি, আর শনি মানেই দুঃখ কষ্ট এইসব নিয়েই বর্তমান সমাজে প্রচলিত আছে অনেক গল্প। তবে আমি এসব বুঝিনা বা মানিনা। আমার ভাবনাটা একটু আলাদা 8 নম্বর নিয়ে।
● অস্ট্রলজিতে 8 হলো শনির সংখ্যা এবং এই শনি ১০/১১ ভাবের অধিপতি। কর্ম এবং লাভের প্রতীক শনি। জাতকের মধ্যে অর্থনৈতিক দিকটা প্রবল থাকে।
ধোন কুবের jim walton (07/06/1948) and Francoise Bettencourt (10/07/1953)এর জীবন পথ নম্বর (8)।
● স্বাধীনতা পচন্দকারী মানুষ হয়ে থাকেন 8 এর জীবন পথের মানুষজন, শনি একাই থাকতে পছন্দ করতেন, পিতা সূর্যের কাছে চিরকাল লড়াই করে নিজের আধাত্মবোধ স্থাপন করেছিলেন। ভারতের স্বাধীনতা দিবস 15/08/1947=35 3+5=(8)। 200 বছরের পরে স্বাধীনতা পেয়েছিল 8 সংখ্যায়।
● বাসুদেবের 8 সন্তানকে কংস আটকে রাখতে পারলেন না কারাগারে। জন্ম হলো শ্রী কৃষ্ণের।
KRISHNA= 8
কৃষ্ণ বাল্যকালে হত্যা করলেন কংসের।
kangsa=8
● কৃষ্ণের 16108 জন পত্নী থাকলেও তাহার খুব কাছের পত্নী ছিলেন 8 জন।
1, Rukmini
2, Satyabhama
3, Jamarati
4, Kalindi
5, Naghajiti
6, Laksmana
7, Mitravinda
8, Bhadra
● ভারতে বিবাহের মতন পবিত্র কাজে কুষ্টি বিচারে 8 কূট বিচারের প্রচলন আছে। এখানেও সেই পবিত্র সংখ্যাটি হলো (8)।
1, বর্ণ 2, বশ্য 3, তারা 4, যোনি 5, গ্রহ 6, গণ 7, রাশি 8, নাড়ী
● অষ্টবসু
দক্ষ রাজার কন্যা “বসু” তার 8 পুত্রকে বলা হয় অষ্ট বসু।
1, ধর 2, ধ্রুব 3, সোম 4, অহ 5, অনিল 6, অনল 7, প্রত্যূষ 8, প্রভাস
● রামায়ণ, মহাভারত, পুরান ভালো করে লক্ষ্য করলে আপনার দেখতে পারবেন পিতা আর পুত্র নিয়ে অনেক কিছ অমর ঘটনা আমরা খুঁজে পাই। এদের মধ্যে আমাদের সামনে এসে সেই 8 টি মহান চারিত্রিক গল্প।
1, Sushyant and Bharat
2, Shiv and Ganesh
3, Arjun and Iravan
4, Bhim and Ghatothkach
5, Shantanu and Bhishma
6, Hiranyakashipu and Prahlad
7, Uttanoaad and Dhruva
8, Ram and Lav Kush
● হিন্দু ধর্মের বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায় অমরত্বের কথা। সেখানেও 8 জন মিহাপুরুষ
1, ঋষি মারকেন্দ্য 2, বালী 3, হনুমান 4, অস্বাথমা 5, বেদ ভ্যাস 6, বিভীষণ 7, পরশুরাম 8, ঋষি কৃপাচার্য।
● চীনের মানুষ 8 সংখ্যাকে অতি পবিত্র আর শুভ রূপ দিয়েছেন, 8 মনে বলছেন দুটো 0 মিলিত যাহা অনন্ত।
● Lunar Calender এর চতুর্থ মাসের 8 দিনে গৌতম বুদ্ধের জন্মদিন পালন করা হয়।
● বোধি দিন পালন করা হয় 12 মাসের 8 দিনে। চৈনিক ক্যালেন্ডার এর নিয়মে।
● জাপানে মানা হয় 8 ডিসেম্বরে। এই দিনে গৌতম বুদ্ধ বোধি গাছের তলায় তপস্যায় বসেছিলেন।
● বুদ্ধ মিশনারীরা 8 সিম্বলকে ভীষন পবিত্র স্থান দিয়েছেন, যাকে তারা বলেন অষ্টমঙ্গল। যার 8 টি রূপ।
1, Lotus flower
2, Endlesa knot
3, Golden Fish pair
4, Victory Banner
5, Wheel of Dharma
6, Treasure Vase
7, Parasol
8, Conch Shell
● The eight pointed star
8 টি পা যুক্ত স্টার সিম্বল যাহা ভগবান “ইস্তার” ব্যাবিলনের ভগবান।
● 8 সংখ্যার জাতকের খারাপ দিকটি হলো, এরা খুব তারা তারি রেগে যায় এবং এদের রাগ খুব ক্ষতিকারক।
অনেক সময় নিজের ক্ষতিও করে ফেলেন।
26/১২/২০০৪ =17=8 সালে সুমাত্রায় ভূমিকম্প হয়েছিল 9’1mag এটা ছিলো ইতিহাসের পাতায় সব থেকে বড় ভূমিকম্প। যার ফলে আড়াই লক্ষ্যের বেশী মানুষ মারা যায়।
● পৃথিবীর সব থেকে বেশী জনসংখ্যা CHINA=8
মানুষের সংখ্যা Acording to google 137.87crores
1+3+7+8+7=26. 2+6=8
সংখ্যাত্বত্বের বিচারে শুধু 8 কে শনির নম্বর দিয়ে দুঃখ কষ্টের ঘরে ফেলে দেওয়া উচিত বলে আমার মনে হয়না।
ভালো মন্দ বিচার পাঠকগণ করবেন।
সম্রাট বোস।
7890023700