আজ ফুলন দেবীর জন্ম দিন।
আজ আমাকে মনে করিয়ে দিল সেই অত্যাচার এর দিনগুলোর কথা।
জমিদারের অত্যাচার এর বিরুধ্যে কথা বলতে গিয়ে ১৬ দিন ধরে শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছিল, মাত্র ১১ বছর বয়সে ৮ পতির দশায় তার বিয়ে হয় এবং রাহু, শনি দ্বারা পীড়িত ৮ ম পতি শুক্র এর দশায় তার ১৬ দিন ধরে ধর্ষণ হয়।
ধর্ষণ এর কারণ খুঁজতে গিয়ে আমি অনেকগুলো কুন্ডলী বের করেছি, সুদু এইটা বোঝার জন্য ধর্ষণ কি সুদু ধর্ষিতা নারীর কুন্ডলী টাই খারাপ থাকলে হবে? যিনি ধর্ষণ করছেন তার কি কোনো দায় থাকছে না?
হা দায় থাকছে, কিন্তু আমরা দুজনকে একসাথে কোনোদিন পাচ্ছিনা যে মিলিয়ে দেখে নেব।
কিছু ধর্ষিতা নারীর কুন্ডলী আমার কাছে আছে, সেগুলো মিলিয়ে আমি একটা জায়গায় আসতে পেরেছি যে,
১,৭,৮ ভাব যদি দুর্বল থাকে তাহলে আপনার সাথে যৌন নির্যাতন হতে পারে।
ফুলন দেবীর লগ্ন পতি আর ৮ম পতি শুক্র ১০মে অবস্থান করে রাহু এবং শনির দ্বারা পীড়িত।
৭ম পতি মঙ্গল ১২শে অবস্থান করছে।
তাহলে দেখা যাচ্ছে ফুলন দেবীর ১,৭,৮ পতি দুর্বল এবং যেই সময় ধর্ষণ হয়েছিল তখন তার ১,৮ ভাব ও ভাব পতির দশা চলছিল।
অনেক নারী বিয়ের পরেও ইচ্ছে ছাড়াও মাতাল স্বামীর হাতে যৌন নির্যাতন হচ্ছেন বা হয়েছেন দিনের পর দিন এগুলো কেও একধরণের ধর্ষণ বলতেই পারেন।
কাজের জায়গায় অনেকে নির্যাতন হচ্ছেন।
Madona নাম শুনেছেন নিশ্চই?
১১ বছর বয়সে বাস এ চড়ে যাচ্ছিলেন পড়াশোনা করতে, ওই বাসে ওনার ধর্ষণ হয়েছিল।
Lady gaga
Famous singer
১৯ বছরে গান গাইতে গিয়ে producer কাছে ধর্ষণ হতে হয় তাকে।
Fantasia
American Idol
স্কুলে পড়তেন যখন সেই সময় তাকে অন্য ছাত্র ধর্ষণ করেন।
এমন ধরনের অনেক অনেক উদাহরণ পাওয়া যাবে আমাদের সমাজে কিছু ঘটনা জানতে পারে মানুষ আর অনেক অনেক ঘটনা রাতের চাপা কান্নার গোগানিতাই থেমে যায়।
আবার সকাল হয়।
কিন্তু এই নির্যাতন এর সকাল হবেনা কোনোদিনও।